রাষ্ট্রীয় পোষন মাস উপলক্ষে
ত্রিপুরা, ১১ অক্টোবর : সম্প্রতি উদয়পুর কাকড়াবন বিপিন নগর অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশু এবং মাদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিশুর সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপ্রিয়া সাহা, গোমতী জেলার সোশ্যাল এডুকেশন দপ্তরের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সঞ্জীব রুপিনী, কাকড়াবন গ্রাম পঞ্চায়েতের প্রধান রত্না সূত্রধর দাস, কাকড়াবনের সিডিপিও সহ এলাকার বিশিষ্ট জনেরা।
এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনার চেয়ারপার্সন নীলিমা ঘোষ।
এই অনুষ্ঠানে উপস্থিত গর্ভবতী মায়েদের মধ্যে ভিটামিন যুক্ত পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা তাদের স্বাগত ভাষণ শিশু এবং মাদের পুষ্টিগত ব্যাপার নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন। রাজ্যে অফিসটিজনিত কারণে অনেক শিশু এবং মা একাধিক রোগে ভুগছে। তারা আরো বলেছেন শিশুরা হলো আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুরা যেন অপুষ্টিতে না ঢুকে তার জন্য সকলকে জোর নজর দিতে হবে।