রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি
ত্রিপুরা, ১৯ নভেম্বর : রাহুল গান্ধীর ‘ভারত জুড়ো যাত্রা’ ইতিমধ্যে দেশজুড়ে সাড়া ফেলেছে। রাজনীতিক, অরাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলিব্রিটিরাও ভারত জুড়ো যাত্রায় সামিল হয়েছেন। কিন্তু এবার ভারত জুড়ো যাত্রার মধ্যেই প্রাণনাশের হুমকি পেলেন রাহুল গান্ধী।
শুক্রবার সকালে ভারত জুড়ো যাত্রা’র মিছিল মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে ঢোকার আগেই রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়া একটি চিঠি পাওয়া গিয়েছে।
যা নিয়ে ঘুম ছুটেছে মধ্যপ্রদেশ পুলিশের। পুলিশ সুত্রে খবর, ইন্দোরের জুনি থানা এলাকায় একটি মিষ্টি দোকানের বাইরে হিন্দিতে লেখা একটি চিঠি পাওয়া গিয়েছে। সেই চিঠিতে বোমা দিয়ে রাজীব-তনয়কে খুন করার হুমকি দেওয়া হয়েছে। রাহুল গান্ধী ইন্দোরে ঢুকলেই তাঁকে হত্যা করা হবে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জুনি থানা এলাকায় মিষ্টির দোকানের বাইরে থেকে..