রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাজ্যে গ্রাহক সচেতনতা
ত্রিপুরা, ৮ অক্টোবর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আগরতলা সমগ্র ত্রিপুরা রাজ্যে মুদ্রার লেনদেন ও ব্যাঙ্কিং সংক্রান্ত বিষয়ে বিভিন্ন উদ্ভাবনী গণ প্রচারের আয়োজন করেছে। সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য দুর্গা পূজা প্যান্ডেল সহ ৪০-৫০টি স্থানে আরবিআই মাসকট ‘মানি কুমার’ এবং বিভিন্ন ব্যানার স্থাপন করা হয়েছে। ব্যানারগুলিতে সংক্ষিপ্তভাবে বিভিন্ন বিষয়ে যেমন ১০ টাকার কয়েন নির্দ্বিধায় গ্রহণ ও লেনদেন করা, নিজের ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, ওটিপি, সিভিভি ইত্যাদি কাউকে না জানানো অচেনা লিংকে ক্লিক না করা, জালিয়াতি বার্তা এবং কল থেকে সতর্ক থাকা, গ্ৰাহক শিক্ষা ও সুরক্ষা ইত্যাদি সম্বন্ধে লেখা হয়েছে।
আরবিআই সবাইকে এই বিষয়গুলিতে দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি সাধারণ জনগণের সুবিধার জন্য এই ধরনের আরও প্রচার চালানোর পরিকল্পনা করেছে।
রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক তাদের শাখায় এই বার্তাগুলি প্রচার করছে। জন সাধারণকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন নিজের জমানো টাকা সুরক্ষিত রাখার জন্য এই বার্তাগুলি অনুসরণ করে।