Feature NewsfleshNewsভারত

রিপোর্ট : ২০২৩ সালে ভারতের প্রবৃদ্ধির হার ৫ শতাংশে নেমে আসতে পারে

ত্রিপুরা, ২৮ নভেম্বর : চলতি ২০২২-২৩ অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৮ শতাংশে নেমে আসবে। তারপর, তা ২০২৩ সালে ৫ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ‘মুডি’স অ্যানালিটিক্স। ‘এশিয়া প্যাসিফিক আউটলুক: এ কামিং ডাউন শিফট’ শীর্ষক একটি রিপোর্টে মুডি’স অ্যানালিটিক্স জানিয়েছে, আগামী বছর ভারতের প্রবৃদ্ধির হার তলানিতে ঠেকবে।

তবে, এ সময় ভারতে প্রযুক্তি ও কৃষিক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি উৎপাদনশীলতায় প্রবৃদ্ধির হার বাড়তে পারে ।

রিপোর্টে বলা হয়েছে, ‘সমস্ত ঝুঁকির মধ্যে এটি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। মনে করা হচ্ছে, প্রযুক্তির পাশাপাশি কৃষিতে অভ্যন্তরীণ বিনিয়োগ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি ভারতের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে।’ সংস্থার তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে ভারতে যদি মুদ্রাস্ফীতি বাড়তে থাকে, তাহলে রেপো রেট বৃদ্ধির ধারাও জারি রাখতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর তা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *