রেলের ধাক্কায় নিহত অজ্ঞাত পরিচয় মহিলা
ত্রিপুরা, ২৪ অক্টোবর : সাব্রুম থেকে আগরতলাগামী ০৭৬৮৯ নম্বর পেসেঞ্জার ডাউন ট্রেনের ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক মহিলার। ঘটনা রবিবার সকাল দশটায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেচুড়ীমাঈ গ্রাম পঞ্চায়েতের বালুয়া ছড়ি এবং থালা ভাঙ্গা এলাকার রেল ব্রিজ সংলগ্ন রেললাইনে। মহিলা রেল রাস্তার পাশ থেকে ভাঙাচুরা সংগ্রহ করে বস্তায় নিচ্ছিলেন। রেলের বাঁশি শুনে তিনি সামান্য সরে দাঁড়ালেও রেলের আওতা থেকে যথেষ্ট দূরে যাননি। রেল ক্রমাগত হর্ন গিতে থাকে। পরে রেলের ধাক্কায় মহিলা পাশের ড্রেনে পড়ে যান। সংলগ্ন রাবার বাগানে কর্মরত দুই রাবার চাষি ঘটনা দেখতে পান। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়।
খবর দেওয়া হয় রেল পুলিশ এবং বিশ্রামগঞ্জ থানায়।
এসএআই সুধীর বর্মনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে বরফে রাখে। এলাকাবাসীর ধারণা সম্ভবত মহিলা বাংলাদেশি। ৭২ ঘণ্টা মৃতদেহ সংরক্ষণ করে রাখা হবে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে। পরিচয় জানা না গেলে ৭২ ঘণ্টা পরে সরকারি নিয়ম মেনে দেহ সৎকার করা হবে কিছুদিন আগেও রামদাস পাড়ায় রেলে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রায়ই এই দুটি স্থানে রেলে কাটা পড়ে মৃত্যু হচ্ছে। এলাকাবাসী অভিবাবকরা তাদের সন্তানদের নিয়েও চিন্তিত। এলাকায় রেললাইনের নিরাপদ দূরত্বে স্থায়ী ব্যারিকেডের ব্যবস্থা করবার দাবি উঠেছে।