রেল পথে উত্তর পূর্ব ভারতে বাড়ছে পণ্য পরিবহণ
ত্রিপুরা, ১১ এপ্রিল : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পণ্য আনলোডিং-এ ৬.৭১ শতাংশ বৃদ্ধি ঘটল। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে পণ্য আনলোডিং ধারাবাহিকভাবে স্থির বৃদ্ধি পঞ্জীয়ন করে আসছে। ২০২২-২৩ আর্থিক বর্ষে ১৪৬৮০টি পণ্যবাহী রেক আনলোড করেছে। ২০২১-২২ আর্থিক বর্ষের তুলনায় এই বৃদ্ধি ৬.৭১ শতাংশ। মার্চ, ২০২৩ মাসে ১৩৫২টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্য শস্য, সার, সিমেন্ট, কয়লা, ফল-শাকসবজি, অটো, ট্যাঙ্ক কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।মার্চ, ২০২৩ সময়সীমার মধ্যে অসমে পণ্যবাহী ট্রেনের ৭৩৪টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩৪১টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ১১৭টি রেক..