রোহিঙ্গা সন্দেহে আটক আট বাংলাদেশি
ত্রিপুরা, ১৭ ডিসেম্বর : রাজ্যে তিন দিক দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সীমনা রয়েছে। ভারত সরকার দেশের নিরাপত্তা রক্ষার্থে আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে কোটি কোটি টাকা ব্যয় করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। তবুও কিছু দুষ্কৃতিকারী দালাল চক্রের কারণে ভারতের সীমান্ত এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
সীমান্তের কাঁটাতার বেড়া কেটে বা অভিনব কায়দায় বিভিন্ন পাচার সামগ্রী পাচার করছে একদল পাচারকারী।
পাচার সামগ্রীর মধ্যে এপার ওপার থেকে মানব পাচারের মত জঘন্য অপরাধ সীমান্ত এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে সূত্রের খবর। বিশেষ করে সীমান্তের কাঁটাতার কেটে সীমান্ত রক্ষী বাহিনী কে ফাঁকি দিয়ে এই ধরনের অপরাধ দিন দিন বাড়ছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। এই ধরনের অপরাধের সমস্ত খবর পুলিশ ও বিএসএফের কাছে থাকলেও..