লক্ষ্মীপূজার আগে নিয়ন্ত্রণের বাইরে প্রত্যেকটি বাজার
ত্রিপুরা, ৮ অক্টোবর : পুজোর দিনগুলোতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সাধারণ মানুষের বাজার। দুর্গোৎসবের কয়েক দিন আগেই শাক সবজির অগ্নি মূল্য। ঝিঙ্গে বেগুন করলা মুলো পটল ইত্যাদির কেজি শুরু ৮০ টাকা থেকে। মাছ-মাংসের কথা তো বলে লাভই নেই।
পাঁঠার মাংস বিক্রি হয়েছে ১২০০ টাকা থেকে।
১৩০০ কিংবা ১৪০০ টাকায় ইলিশ মাছের কেজি শুরু। দুর্গোৎসব শেষ হয়ে গেলেও কোজাগরী লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে এই মুহূর্তে বাজারের অবস্থা আরো ভয়ংকর। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে আগে থেকেই বেশ ব্যবসায়ীদের তরফে কিছু নিত্য..