Feature Newsঅন্যান্যএই মুহূর্তেত্রিপুরা

লক্ষ্মী পূজার দিনে বর্ষণের সম্ভাবনা

ত্রিপুরা, ৯ অক্টোবর : আগামীকাল রবিবার কোজাগরী লক্ষ্মী পূজার দিনটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামীকাল সকাল থেকেই সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ এবং ঝড়ো বাতাসের পাশাপাশি বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

যদিও আজ দুপুরের পর থেকে মেঘের গুরগুড়ো আওয়াজ শোনা গেলেও বৃষ্টিপাত হয়নি। তবে সকালের পর থেকে তীব্র দাবদাহের কারণে জনজীবন সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়ার উপক্রম হয়। আজ শনিবার দিনভর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩.৮ এবং ২৬ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ও সর্বনিম্ন ৯৫ এবং ৬০ শতাংশ ছিল। আগামীকাল গোটা দিনেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। তবে দপ্তর থেকে বৃষ্টিপাত নিয়ে কোন সতর্কতা ব্যক্ত করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *