লরি থেকে গাঁজা বাজেয়াপ্ত
ত্রিপুরা, ১৭ অক্টোবর : ফের বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের নাকা চেকিংয়ে গাঁজা বোঝাই আঠারো চাকার লরি থেকে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ গাঁজা সহ ধরা পড়ল দুই ব্যক্তি। তবে এতে জড়িত আরেকটি গাড়ি পুলিশকে ম্যানেজ করে কেটে পড়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে শনিবার গভির রাতে ত্রিপুরা সীমান্ত টপকে দুটি লরি বাজারিছড়ার চুরাইবাড়িতে পৌঁছালে গাড়িগুলোতে যথারীতি তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ।
তখন একটি বিশেষ মহলের হস্তক্ষেপে বিশেষ মন্ত্রবলে একটি গাঁজা বোঝাই কন্টেইনার লরি নাকি পার হয়ে যায় বলে অভিযোগ। তবে ধরা পড়ে অপরটি। এ কান্ডে অনেকে কর্তব্যরত পুলিশ কর্মীদের সদার্থক ভুমিকা নিয়ে স্বাভাবিক ভাবে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন। অভিযোগ মতে উক্ত রাতে কন্টেইনার গাড়ি সহ অপর রাবারের নির্যাস বোজাই পিবি (শূণ্য চার) এন (আট দুই আট এক) নম্বরের আঠারো ঢাকার ট্রেইলার লরিটি ত্রিপুরার আগরতলা থেকে অসম হয়ে দিল্লি পৌঁছার পথে চুরাইবাড়িতে পৌঁছালে শুধু রাবার বোঝাই গাড়িটিতে তল্লাশি করলে বাহাত্তরটি রাবারের নির্যাস যুক্ত ড্রামের মধ্যে থেকে মোট দুই টন চার কুইন্টাল পরিমান গাঁজা উদ্ধার হয়।