লেনদেনের ক্ষেত্রে ১০ টাকার কয়েন ব্যবহারের আবেদন
ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : দেশের সর্বত্র লেনদেনের ক্ষেত্রে দশ টাকার কয়েন ব্যবহার করা হলেও ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বিশেষত আগরতলায় দীর্ঘদিন যাবৎ লেনদেনে মানুষ দশ টাকার কয়েন ব্যবহার করছেন না । শুক্রবার একটি বিবৃতির মধ্যমে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি জনগণের প্রতি আবেদন করে জানিয়েছেন, দশ টাকার কয়েন নিয়ে সকলের মনে বিভিন্ন ধরনের যে সকল ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে এসে অন্যান্য কয়েনের পাশাপাশি দশ টাকার কয়েন ব্যবহার করে লেনদেন শুরু করেন।
পাশাপাশি তারা বলেছেন, যেহেতু দশ টাকার সব কয়েন বৈধ তাই এই কয়েন গ্রহণে অস্বীকার করা দেশের আইন লঙ্ঘন করার শামিল।
আগামী উৎসবের সময়ে জনগণের খুচরো লেনদেনের সুবিধার্থে ব্যাঙ্কগুলি অন্য কয়েনের পাশাপাশি দশ টাকার কয়েনও গ্রাহকদের প্রদান করবে বলেও জানিয়েছেন।