Feature NewsfleshNewsত্রিপুরা

শহরে বোমা বিস্ফোরণে গুরুতর আহত এক কিশোর

ত্রিপুরা, ১৫ মে : রাজধানী আগরতলায় আবারো বোমা বিস্ফোরণ। ঘটনা রবিবার শহরতলী ৭৯ টিলা সারদা পল্লী এলাকায়। বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন রিক শীল নামে ১১ বছরের এক কিশোর। গুরুতর আহত অবস্থায় রিক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, রিক শীল ও তার ভাই দুজনে মিলে এদিন বাড়ির পাশেই খেলা করছিল। এমন সময় হঠাৎ সুতায় বাঁধা অবস্থায় একটি তার নজরে আসে। সে এই বস্তুটি হাতে নিয়ে এর সুতো খুলে দেখে তা পাশের একটি গর্তে ফেলার সময়ই এই বিপত্তি ঘটে। সাথে সাথে চিৎকার শুনে দৌড়ে আসে বাড়ির লোকজন৷ সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জিবিতেই চলছে তার চিকিৎসা। এদিকে আহত বালকের দিদিমা জানায় তিনি হঠাৎ কালো ধোঁয়া দেখেন ও চিৎকার শুনে সেখানে ছুটে যান। গিয়ে দেখেন তার মুখ পুড়ে যায়। বাধারঘাট স্টেডিয়ামে সম্প্রতি একই ধরনের ঘটনায় দুই নাবালক গুরুতর আহত হয়েছিলেন। তার রেশ কেটে না উঠতেই ফের আরো একবার বোমা বিস্ফোরণে নাবালক আহত হওয়ার ঘটনায় জনগণের নানা প্রশ্ন। এই বোমা কে বা কারা এখানে রেখেছে। কেনই বা রেখেছে। তবে কি এলাকায় কোন নতুন করে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যেই তা এখানে রাখা হয়েছিল ? এই সব প্রশ্ন নিয়েই এখন এলাকাবাসীর মধ্যে ব্যাপক গুঞ্জন দেখা দিয়েছে।..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *