শহরে মহিলার টাকা ছিনতাই
ত্রিপুরা, ২০ অক্টোবর : ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাবার পথে নগদ অর্থসহ জরুরি কাগজ ছিনতাই করে নিল ছিনতাইবাজরা। বিষয়টি খানিকটা দেরিতে উপলব্ধি করতে পেরে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত বৃদ্ধা মহিলা।
ঘটনা রাজধানী আগরতলার হকার্স মার্কেট থেকে বটতলা এলাকায়।
শিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী এই বৃদ্ধা ব্যাংক থেকে তোলা টাকাসহ জরুরী কাগজপত্র হারিয়ে শেষ পর্যন্ত দারস্থ হলেন বটতলা ফাঁড়ির পুলিশের। প্রকাশ্য দিবালোকে এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই জনমনে চাঞ্চল্য সৃষ্টি। আগরতলা শহরের পুলিশ এখন ব্যস্ত নেশা প্রতিরোধে। প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে উদ্ধার করছে নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের। পুলিশের এই ব্যস্ততার মাঝে এবার নতুন করে যেন সক্রিয় হয়ে উঠল ছিনতাইবাজরা। প্রতিদিনই আগরতলা শহরের কোথাও না কোথাও ঘঠছে একাধিক ছিনতাইয়ের ঘটনা।