শান্তনুকে বিচার দিতে না পারার ব্যর্থতার দায় আমাদের
ত্রিপুরা , ২০ সেপ্টেম্বর : রাজ্যে সাংবাদিক সান্তনু ভৌমিক হত্যার আজ ৫ বছর । ঠিক আজকের দিনটি অভিশপ্ত , বিচারের অপেক্ষায় এই দিনটি ।
সংবাদ সংগ্ৰহ করতে গিয়েছিলেন মান্দাইয়ে , আইপিএফটি দুর্বৃত্তরা প্রকাশ্যে হত্যা করে সান্তনুকে ।
এই ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ । সাংবাদিকরা আন্দোলন শুরু করেছিল । পুলিশের উপর আস্থা হারিয়ে সিবিআই তদন্তের জন্য টানা আন্দোলন চালায় । তৎকালীন সরকার হত্যার তদন্ত শুরু করেছিল কিন্তু সরকার পরিবর্তনের পর সিবিআই তদন্ত কোন কাজেই আসেনি । এর থেকে লজ্জার ব্যর্থতা কিছুই হতে পারেনা । ছেলে হারা হতভাগিনী মা আজও বিচার পায়নি । রাজ্যের সাংবাদিকরা ত্রিপুরা হাইকোর্টেও আর্জি জানিয়েছিল কিন্তু কোন কাজ হয়নি । আজও বিশ্বাস অচিরেই শান্তনু হত্যার বিচার শুরু হবে , এবং আততায়ীরা প্রভুরামপুরে থাকবে ।
Download App : https://play.google.com/store/apps/details?id=com.insyssky.app.tripuranewsofficial