শারদীয়া উৎসবের দীপাবলি ঘিরে মূর্তিপাড়াতে চরম ব্যস্ততা
ত্রিপুরা, ১৪ অক্টোবর : আগামী ২৪ অক্টোবর শারদীয়া শ্যামাপূজা। তথা দীপাবলি উৎসব। দীপাবলিকে কেন্দ্র করে ইতিমধ্যে শহর আগরতলার বিভিন্ন বনেদী পুজোগুলোর প্রস্তুতি দেখা গেছে। বিশেষ করে গোবর্ধনের পূজা হিসেবে খ্যাত ঠাকুরপল্লী রোডের দীর্ঘদিনের শ্যামাপূজার প্রস্তুতি শুরু হয়েছে। এছাড়াও কদমতলি যুব সংস্থা, ইন্দ্রনগর কালীবাড়ির পুজো, আনন্দময়ী আশ্রম সংলগ্ন উমা মহেশ্বরী বাড়ির পুজো ঘিরে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। দীপাবলি উৎসবের মূল বিষয়টি হচ্ছে আলোর উৎসবকে তুলে ধরা।
মোমবাতি প্রজ্জ্বলিত করার মাধ্যমে আবাসিক সৌন্দর্য তুলে ধরার মাধ্যমও দীপাবলির সৌন্দর্যকে তুলে ধরা সম্ভব হয়।
এছাড়াও কসবা’র কমলেশ্বরী বাড়ির পুজো এবং রাজন্য স্মৃতি বিজড়িত ত্রিপুরেশ্বরী মন্দিরের পুজো ঘিরেও লক্ষাধিক মানুষের উপস্থিতি চোখে পড়ে। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে এই উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়। তিনদিনব্যাপী এই মেলার মাধুর্য ভরিয়ে তোলার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন অংশের মানুষের উপস্থিতি..