শারদোৎসব শান্তিপূর্ণ করতে প্রশাসনিক বৈঠক
ত্রিপুরা , ২৫ সেপ্টেম্বর : শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয়া দূর্গা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিলোনিয়া পুর পরিষদের কনফারেন্স এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান,আরক্ষা প্রশাসনের আধিকারিক সহ অগ্নিনির্বাপক দপ্তর, পূর্ত, বিদ্যুৎ দপ্তর ও বিভিন্ন ক্লাব ও পূজামন্ডপের কার্যকর্তা,এবং কাউন্সিলর গনের উপস্থিতিতে এদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল চারটায় হয় এই সভা।
আলোচনা সভায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা যাতে সুন্দর সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে প্রশাসনের নিয়ম কানুন মেনে সম্পন্ন করা হয় তার জন্য ক্লাব কর্মকর্তাগণ ও প্রশাসনের মধ্যে বিস্তৃত ভাবে আলোচনা করা হয়। প্রত্যেকের আলোচনার মধ্যে আসন্ন দুর্গোৎসব শান্তি, সম্প্রীতি বজায় রেখে সম্পন্ন করা হয় প্রত্যেকে সে আশা ব্যক্ত করেন। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল গোপ, মহকুমাশাসক রতন ভৌমিক, মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।