শাসকের সাথে জোট নিয়ে দলের অন্দরে চলছে মতানৈক্য
ত্রিপুরা, ২ অক্টোবর : বিগত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির অন্দরে সৃষ্ট হওয়া কলহের কারনেই পাহাড় হাত ছাড়া হয়ে যায় বিজেপির।আর বিজেপির কলহের সুযোগ নিয়ে পাহাড় নির্বাচনের মাস দুয়েক আগে তিপরামথা মঞ্চকে রাজনৈতিক দলে রূপান্তরিত করেই পাহাড় জয় করেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা।রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে তিপরামথাকে পাহাড় জয়ের সহজ পথ করে দিয়ে এখন পাহাড় কার্যত কোণঠাসা অবস্থা বিজেপির।আর এই পাহাড়ের জয়কে কাজে লাগিয়ে রাজ্য রাজনীতিতে নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠতে চাইছেন তি পরামথা সুপ্রিমো। রাজনৈতিক আলোচনায় তিপরামথা অত্যাধিক গুরুত্ব পেতে শুরু করাতে এখন তিপরামথা দলের অন্দরেও শুরু হয়েছে চিরাচরিত রাজনৈতিক ক্ষমতার টানাটানি।
এখনই জন্ম নিতে শুরু করেছে পক্ষ বিপক্ষ।
দলের সুপ্রিমো একজন হলেও নেতৃত্বের মধ্যেও রয়েছে পক্ষ বিপক্ষ শিবির। যদিও দলের সুপ্রিমো বা নেতারা এটাকে প্রকাশ্য না মানলেও নানান সময়ে দলের সুপ্রিমো আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, যাদের পদ এবং ক্ষমতাভোগের ইচ্ছে রয়েছে তারা যেন নিজেদের পথ বেছে নেয়। তিপরামথাতে থাকার প্রয়োজন নেই।রাজনৈতিক মহলের মতে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগ অব্দি পাহাড়ে বিজেপির জনজাতি মোর্চার সংগঠন অনেকটাই..
সূত্র : আজকের ফরিয়াদ