শিক্ষকের চড়ে ফাটলো ছাত্রীর কানের পর্দা : উত্তেজনা গান্ধীগ্রামে
ত্রিপুরা, ২৩ অক্টোবর : স্কুল চলাকালীন সময়ে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠলো স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। আর এতে করে গুরুতর আহত হয়ে পড়েছে নিগৃহীতা ছাত্রী।
তার প্রবল চটপোঘাতে কানের পর্দা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ।
অভিযুক্ত শিক্ষকের নাম টিটু সরকার। ঘটনা গান্ধীগ্রাম স্কুলে। আহত ছাত্রী বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দাবি উঠছে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির।জাতীয় শিক্ষা আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে..