শিক্ষক বদলির প্রতিবাদে স্কুল গেইটে তালা দিল অভিভাবকরা
ত্রিপুরা, ২ অক্টোবর : শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ। ক্ষোভ অভিভাবকদের। ঘটনা খোয়াই মহকুমার পদ্মবিল ব্লকস্থিত আঠাইবাড়ী উচ্চ বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ এমনিতেই বিদ্যালয়ে শিক্ষকের স্বল্পতা থাকাতে সঠিকভাবে পঠনপাঠন হচ্ছে না। তার উপর আরও একজন শিক্ষক বদলি হয়েগেল। বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের পঠন পঠনের ব্যাঘাত ঘটবে। তাই ক্ষুব্ধ অভিবাবকরা আজ শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের ভেতরে রেখেই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। অন্যদিকে জানা যায় আঠাইবাড়ী উচ্চ বিদ্যালয় হওয়া সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই। বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে ৫২ জন। শিক্ষক সংখ্যা ৫জন। দুপুরের বিভাগে ষষ্ঠ শ্রেণী থেকে দশমশ্রেনী রয়েছে ১৬০ জন ছাত্রছাত্রী। শিক্ষক সংখ্যা ৪জন।
মোট ৯জন শিক্ষক শিক্ষিকা নিয়ে চলছে আঠাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের উভয় শাখা।
তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য বর্তমানে কোন শিক্ষক বদলির পক্ষে নেই অভিবাবকরা। অন্যদিকে অভিবাবকদের আরও অভিযোগ দীর্ঘ ২ ঘন্টা বিদ্যালয় তালা বন্দী থাকলেও দপ্তরে কোন আধিকারিক ঘটনাস্থলে পৌঁছইনি। এই নিয়ে ক্ষোভ সৃষ্টি হয় অভিবাবক মহলে। অবশেষে দীর্ঘ ২ ঘন্টা পর ঘটনাস্থলে ছুটে যায় জেলা শিক্ষা দপ্তরের অধিকারীকরা। আধিকারিকদের প্রতিশ্রুতি মোতাবেক তালা খুলে দেয় অভিবাবকরা।