শিক্ষা দপ্তরের দুই নতুন প্রকল্প
ত্রিপুরা, ১৯ নভেম্বর : শুক্রবার রবীন্দ্রভবনে নতুন পথ চলা শুরু করল রাজ্য শিক্ষা দপ্তরের নয়া প্রকল্প মিশন মুকুল এবং নিপুন কর্মসূচির। এদিন এই কররমসূচীর পথ চলার সূচনা করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। রাজ্যের শিক্ষা জগতে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে পথ এগোচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর। শিক্ষা। ব্যবস্থার ক্ষেত্রে আনা হচ্ছে অভিনবত্ব।
দেশের নয়া শিক্ষা নীতিকে অনুসরণ করেই শুরু হয়েছে শিক্ষাব্যবস্থার আমুল পরিবর্তন।
শুক্রবার আগরতলার রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার চালু হল রাজ্য শিক্ষা দপ্তরের নয়া প্রকল্প মিশন মুকুল এবং নিপুন কর্মসূচির। তাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিক সহ শিক্ষক শিক্ষিকারা। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের নতুন পন্থায় সময়োপযোগী শিক্ষা প্রদান করা হবে বলে এদিন জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন ঐ নয়া পন্থা নিয়ে সওয়াল করতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, এই ব্যবস্থায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে শিক্ষার নতুন দিগন্ত খুলে দেবে। শিশুরা বিকশিত হবে নতুন শিক্ষা ব্যবস্থায়।