শিক্ষা দফতরে ৮৩১ জনের পোষ্টিং
ত্রিপুরা, ৩০ ডিসেম্বর : বছরের শেষ লগ্নে শিক্ষা দফতর বৃহস্পতিবার রাতে ৮৩১ জনের পোষ্টিং দিলো। আগামী ২ এবং ৩ জানুয়ারির মধ্যে তাদের নতুন কর্মক্ষেত্রে গিয়ে যোগ দিতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, বিদ্যালয় শিক্ষা দফতর থেকে টেট উত্তীর্ণ ৭৪১ জনের নিয়োগপত্র ছাড়া হয়েছিলো অনেক আগেই। এবার পোষ্টিং দেওয়া হয়েছে তাদের। ইউজিটি এবং জিটি শিক্ষক পদে তাদের অফার পোষ্টিং দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। পিজিটি শিক্ষক পদে আরো ১০ জনকে বৃহস্পতিবার রাতে পোষ্টিং দেওয়া হয়েছে। তিনি এক তথ্য দিয়ে জানান, ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর এখন পর্যন্ত ৬ হাজার ৭৮১ জনের চাকরি হয়েছে শিক্ষা দফতরে। পাঁচ বছরে এত পরিমাণ চাকরি নজিরবিহীন বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, বিভিন্ন কলেজে অধ্যক্ষ পদে উচ্চশিক্ষা দফতর দশজনকে চাকরি দিয়েছে। বাম আমলের শেষের পাঁচ বছরে অধ্যক্ষ..