Feature NewsfleshNewsত্রিপুরা

শিক্ষা ভবনের সামনে টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন

ত্রিপুরা, ১৮ এপ্রিল : সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র সংশোধন করে নম্বর প্রদানের দাবিতে সোমবার ফের টিআরবিটি এক্সাম কনট্রোলারের দ্বারস্ত হয়েছেন টেট পরীক্ষার্থীরা। কিন্তু কথা শুনার বদলে তাঁদের আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। তাই তাঁরা টিআরবিটি এক্সাম কনট্রোলারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন।জনৈক পরীক্ষার্থী অভিযোগ করেন, ২০২২ সালের টেট পরীক্ষায় টিআরবিটি যে প্রশ্ন পত্র করেছে তাতে ২৩টি প্রশ্নই সিলেবাস বহির্ভূত ছিল। সেগুলির নম্বর প্রদান করার সিদ্ধান্ত ছিল। কিন্তু বোর্ড শুধুমাত্র একটি কিংবা দুটি ক্ষেত্রেই ত্রুটির কথা স্বীকার করেছে। সে জন্যই একাধিকবার উত্তরপত্র পুনঃ মূল্যায়নের দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশনে মিলিত হয়েছেন। কিন্তু তাঁদের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই ভুল প্রশ্নপত্র সংশোধন করে নম্বর প্রদান করার দাবিতে পুনরায় টিআরবিটি এক্সাম কনট্রোলারের দ্বারস্ত হয়েছেন টেট পরীক্ষার্থীরা। কিন্তু তিনি কোন কথাই শুনতে রাজি হননি। তাঁদের সাথে দেখা করেননি বলেও অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। শুধু তাই নয়, তাঁদের আদালতে যাওয়ার পরার্মশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই পরীক্ষার্থী। তাই তাঁরা বাধ্য হয়ে শিক্ষা ভবনে সামনে বিক্ষোভ দেখিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *