Feature Newsত্রিপুরাভারতরাজনীতি

শীঘ্রই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা

ত্রিপুরা, ১৭ এপ্রিল : সবকিছু ঠিক থাকলে আগামী জুন কিংবা জুলাই মাসেই ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। হয়তো আগামী মে মাসের শেষ সপ্তাহে কিংবা জুনমাসের প্রথমদিকে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। সিপিএম দল এই উপনির্বাচনে প্রার্থী দেবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিজেপি এই আসনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে প্রার্থী করতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন অর্থ দফতরের দায়িত্ব নিক অভিজ্ঞ মন্ত্রী যীষ্ণু দেববর্মা। তাঁকে উপমুখ্যমন্ত্রীও করা হতে পারে। যদিও এখনো কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি। এদিকে ইন্টারলোকেটর নিয়োগ না করায় শাসক দলের উপর ক্ষেপে লাল তিপ্ৰামথা। কথা ছিলো গত ২৭ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে ইন্টারলোকেটর নিয়োগ করা হবে। কিন্তু কেটে গেছে প্রায় মাসখানেক। কিন্তু এখনো অমিত শাহ’র দফতর ইন্টারলোকেটর নিয়োগ করেনি। সম্প্রতি তিপ্ৰামথা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *