শীঘ্রই কমতে চলেছে পিএনজি ও সিএনজি-র দাম
ত্রিপুরা, ৮ এপ্রিল : প্রাকৃতিক গ্যাসের দাম কমানোর ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ করল নরেন্দ্র মোদীর সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণের নতুন ফর্মুলা অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত এই নতুন ফর্মুলার অধীনে দেশীয় প্রাকৃতিক গ্যাসের দাম এখন ভারতীয় অপরিশোধিত ক্রুড বাস্কেটের দামের ভিত্তিতে নির্ধারণ করা হবে। যেখানে এখনও পর্যন্ত অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছিল বিশ্বের চারটি প্রধান গ্যাস ট্রেডিং হাব- হেনরি হাব, আলবেনা, ন্যাশনাল ব্যালেন্সিং পয়েন্ট (ইউকে) এবং রাশিয়ান গ্যাসের দামের ভিত্তিতে।কী নয়া ফর্মুলা? নতুন ফর্মুলায় প্রতি মাসে CNG, PNG গ্যাসের দাম নির্ধারণ করা হবে। যেখানে পুরনো ফর্মুলায় প্রতি ছয় মাস…