শীতকালে মানুষকে সতর্ক থাকতে হবে
ত্রিপুরা, ৮ অক্টোবর : বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বুধবার জানায়, সম্প্রতি একাধিক দেশে করোনাভাইরাসে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ও মৃত মানুষের সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে কোভিড-১৯, ফ্লু ও অন্য ভাইরাস একযোগে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য বিভিন্ন দেশকে সতর্ক থাকার তাগিদ দিয়েছে ডব্লিউএইচও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. আধানম এদিন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলেন, সম্প্রতি আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে মানুষ বেশি সময় ঘরে অবস্থান করছে।
এ ছাড়া বেশিরভাগ দেশ কোভিড-১৯ প্রতিরোধের নীতিমালা আর পালন করছে না। এ কারণে সম্প্রতি ইউরোপের কিছু দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। তিনি বলেন, কোভিড-১৯ মহামারীর সময়ে বিভিন্ন দেশ এটি প্রতিরোধ করার জন্য নানা ব্যবস্থা নিয়েছে, যা ফু প্রতিরোধেও জন্যও কাজ করে। তিনি বলেন, ‘তবে সেসব পদক্ষেপ তুলে নেওয়ার কারণে আবার ও ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই বিভিন্ন দেশকে সতর্ক থাকতে হবে।’