সঙ্কটে ব্রিটেনের অর্থনীতি, প্রধানমন্ত্রীর পদে আসতে পারেন ঋষি সুনাক
ত্রিপুরা, ১৮ অক্টোবর : ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক । কিন্তু নির্বাচনের মাত্র একমাস পরেই ফের চর্চায় উঠে এলেন তিনি। জানা গিয়েছে, দেশকে পরিচালনার পরীক্ষায় ডাহা ফেল করেছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সেই জন্যই তাকে সরিয়ে সুনাককেই প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন তারা।
ইঙ্গিতপূর্ণ ভাবে, ব্রিটেনের নতুন অর্থমন্ত্রীর পদে বসেছেন জেরেমি হাট।
প্রধানমন্ত্রী পদে ঋষিকেই সমর্থন করেছিলেন। তিনি। প্রধানমন্ত্রী পদে নির্বাচনের সময় প্রচার করতে গিয়ে লিজ ট্রাস জানিয়েছিলেন, দেশবাসীর উপর থেকে করের বোঝা কমিয়ে নেওয়া তার অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর আসনে বসেই তিনি কর্পোরেট করের উপরে ৪৫ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করেছিলেন। অন্যদিকে, প্রচারের সময় ঋষির মুখে একবারও কর কমানোর বিষয়ে কোনও কথা শোনা যায়নি। বরং এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ঋষি স্পষ্ট জানিয়েছিলেন, দেশের আর্থিক..