সচেতনতা, পুলিশি উদ্যোগে কমবে দুর্ঘটনা ও মৃত্যু
ত্রিপুরা , ২৬ সেপ্টেম্বর : দুর্ঘটনাও নিত্যদিনের সঙ্গী। তার মধ্যেও মৃত্যুর সংখ্যা কমা স্বাভাবিক ভাবেই উজ্জীবিত করেছে পুলিশকর্তাদের। তাঁরা বলছেন, দুর্ঘটনা এড়াতে কড়া আইন যেমন জরুরি, তেমন জনমানসে সচেতনতাও প্রয়োজন। অনেক সময়েই দেখা যায়, ঝুঁকি নিয়ে রাস্তা পেরোতে গিয়ে কিংবা চলন্ত বাস থেকে ওঠা-নামা করার সময়ে দুর্ঘটনা ঘটে।
“শুধু আইন কড়া করলেই হবে না। মানুষের সচেতনতা বাড়াতে হবে।”
তাই যান দূর্ঘটনার হার কমাতে গোমতী জেলা পুলিশের তরফ থেকে যান চলকদের সচেতন করার উৎদোগ নিয়েছে গোমতী জেলার প্রতিটি থানার সাথে টেক্কা দিয়ে উদয়পুর মহকুমার কাকরাবন থানাধীন কিশোরগঞ্জ এলাকায় কাকরাবন থানার তরফে যান দুর্ঘটানা কমাতে এক সচেতনতা মূলক প্রয়াস কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে চালকদের ধীর গতিতে গাড়ি চালানো এবং সিট বেল্ট পরা অধীক যাত্রী বহন না করা এবং বাইক চালকদের ও বাইকের কাগজপত্র ইন্সুরেন্স এবং অবশ্যই যেনো হেলমেট ব্যবহার করা হয় ইত্যাদি সচেতনতা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকরাবন থানার ওসি শংকর সাহা সাব ইন্সপেক্টর রূপক বৈদ্য সাব | ইন্সপেক্টর সুমিত্রা কপালী সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশের এই | কর্মকান্ডে গাড়ির যাত্রীরা প্রশংসনীয় বলেও জানান দুর্ঘটনাও নিত্যদিনের সঙ্গী। তার মধ্যেও মৃত্যুর সংখ্যা কমা স্বাভাবিক ভাবেই উজ্জীবিত করেছে পুলিশকর্তাদের। তাঁরা বলছেন, দুর্ঘটনা এড়াতে কড়া আইন যেমন জরুরি, তেমন জনমানসে সচেতনতাও প্রয়োজন। অনেক সময়েই দেখা যায়, ঝুঁকি নিয়ে রাস্তা পেরোতে গিয়ে কিংবা চলন্ত বাস থেকে ওঠা-নামা করার সময়ে দুর্ঘটনা ঘটে। “শুধু আইন কড়া করলেই হবে না। মানুষের সচেতনতা বাড়াতে হবে।”তাই যান দূর্ঘটনার হার কমাতে গোমতী জেলা পুলিশ যান চলকদের সচেতন করার উদোগ নিয়েছে গোমতী জেলার প্রতিটি থানার সাথে টেক্কা দিয়ে উদয়পুর মহকুমার কাকরাবন থানাধীন কিশোরগঞ্জ এলাকায় কাকরাবন থানার তরফে যান দুর্ঘটানা কমাতে এক সচেতনতা মূলক প্রয়াস কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে চালকদের ধীর গতিতে গাড়ি চালানো এবং সিট বেল্ট পরা অধীক যাত্রী বহন না করা এবং বাইক চালকদের ও বাইকের কাগজপত্র ইন্সুরেন্স এবং অবশ্যই যেনো হেলমেট ব্যবহার করা হয় ইত্যাদি সচেতনতা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকরাবন থানার ওসি শংকর সাহা সাব ইন্সপেক্টর রূপক বৈদ্য সাব | ইন্সপেক্টর সুমিত্রা কপালী সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশের এই কর্মকান্ডে গাড়ির যাত্রীরা প্রশংসনীয় বলেও জানান।