Feature NewsNewsবিশ্বভারত

সত্যিই কি ভারতের টাকার দাম বাংলাদেশী মুদ্রার চেয়েও কমে গিয়েছে?

ত্রিপুরা, ৯ নভেম্বর : ফের একবার কমল টাকার দাম। এক ধাক্কায় ৫৯ পয়সা কমল টাকার দাম।
চলতি বছরে এর আগে এতটা দাম কমেনি টাকার। এর ফলে ১ মার্কিন ডলার প্রতি ভারতীয় টাকার দাম ৭২ টাকা ৩ পয়সা। আর টাকার দামে সাম্প্রতিকতম এই পতনের ফলে ভারতের টাকার মূল্য আর বাংলাদেশের মুদ্রার দাম এখন প্রায় সমান গিয়েছে।

এখন ভারতের ১ টাকা বাংলাদেশের ১ টাকা ১৪ পয়সার সমান।

ভারত ও বাংলাদেশের মুদ্রার দামের পার্থক্য এখন মাত্র ১৪ পয়সা! আর তাই নিয়েই এখন জোর আলোচনা ভারত-বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত সপ্তাহের শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অর্থনীতির উন্নতির প্রচেষ্টায় কার্যত কল্পতরুর ভূমিকা নেন। পর পর বেশ কিছু সিদ্ধান্তের মাধ্যমে বাজার চাঙ্গা করার চেষ্টা করেন তিনি। তার ফলে সোমবার শেয়ার বাজার ছিল বেশ চনমনে। যদিও টাকার দাম হ্রাস পাওয়ায় শেয়ারের দর বেড়েও বিশেষ লাভ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *