Feature NewsfleshNewsবিশ্ব

সন্ত্রাসবাদ পাকিস্তানের প্রধান সঙ্কট : শেহবাজ

ত্রিপুরা, ১৯ নভেম্বর : ভারতের অঙ্গচ্ছেদ ঘটিয়ে পঁচাত্তর বছর আগে সৃষ্টির পরেই পাকিস্তান খণ্ডিত ভারতে সন্ত্রাস রপ্তানি চালিয়ে আসছে সেনাবাহিনী ও অনুমোদিত জঙ্গিগোষ্ঠী সমূহকে কাজে লাগিয়ে। নিজের তৈরি সন্ত্রাসবাদীরা এখন ফ্রাঙ্কেনস্টাইন হয়েছে পাকিস্তানের কাছে। স্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। খাইবার পাখতুন খওয়ায় ৬ পুলিশ কর্মীকে পাক তালিবানরা গতকাল হত্যার পরে নিহতদের পরিবারকে শোক জ্ঞাপনের সময় তিনি বলেন, পাকিস্তানের প্রধান সঙ্কটগুলোর একটি হলো সন্ত্রাসবাদ।

সরকারী বাহিনীগুলো লড়ছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে।

লাক্কি মারওয়াত জেলার সাহেব খেল গ্রামে এই ঘটনা। টহলদারি গাড়িতে থাকা ছয় পুলিশ কর্মীই প্রাণ দেয় পাক তালিবানের গুলীবৃষ্টিতে। শরিফ বলেন, সন্ত্রাসবাদীরা পাকিস্তানের শত্রু। রাষ্ট্রপতি আরিফ আলভি বলেন, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় গত সপ্তাহে রাখজাই থানায় জঙ্গিরা গুলী চালালে দুই পুলিশকর্মী নিহত হয়।
উল্লেখ্য, আফগান তালিবানরা পাকিস্তানের সরকারী সহায়তা পেয়েই আফগানিস্তানে ক্ষমতার দখল নিয়েছে ১৫ আগষ্ট ২০২১ এ।
তালিবান মন্ত্রিসভাও গঠিত হয়েছে পাকিস্তানের ইচ্ছায়। এখন পাক তালিবানরা সহায়তা পাচ্ছে আফগান তালিবানের কাছ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *