সন্ত্রাসবাদ : বিশ্বকে জিরো টলারেন্স নীতি নেওয়ার বার্তা রাষ্ট্রপতির
ত্রিপুরা, ৩১ অক্টোবর : কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার ভারত! এমনটাই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুধু তাই নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবরকম ভাবে ভারত লড়াই করছে বলেও মন্তব্য তাঁর। এক্ষেত্রে ভারত জিরো টলারেন্স নীতি ভারত নিয়েছে বলেও জানান রাষ্ট্রপতি মুর্মু। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার টেরোরিজম কমিটির (ইউএনএসসি) একটি সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। সেখানে কমিটির প্রতিনিধিদের প্রধানদের সঙ্গে কথা বলেন তিনি।
আর সেখানেই রাষ্ট্রপতি মুর্মু আরও জানান, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
এই বিষয়ে রাষ্ট্রপতি ভবন থেকে একটি বয়ান জারি করা হয়েছে। যেখানে সন্ত্রাসবাদ ইস্যুতে সমস্ত দেশকে এগিয়ে আসার কথা বলেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। শুধু তাই নয়, বিশ্বে সন্ত্রাসবাদ মোকাবেলা করতে একটি কড়া পরিকল্পনা/পরিকাঠামো তৈরি করা..