Feature NewsNewsত্রিপুরাভারত

সবজি বাজারে আগুনমূল্য চাহিদা মেটাচ্ছে বহিঃরাজ্য

ত্রিপুরা, ১ নভেম্বর : বাজারে শুধু ভোজ্যতেল, মশুরি ডাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দুর্মূল্যই নয়, সবজি বাজারেও সবজি ক্রয় করতে গিয়ে ক্রেতাসাধারণের হাতে আগুনের ছ্যাঁকা লাগছে। বাংলা কার্তিক মাসের এই সময় বাজারে সবজির মূল্য অনেকটা নিচে নেমে গিয়ে ক্রেতাসাধারণের নাগালের মধ্যে থাকার কথা।

কিন্তু রাজধানী আগরতলাসহ গোটা রাজ্যেই বাজারগুলিতে এই সময়ে সবজির মূল্য খুব চড়া বলেই ক্রেতাসাধারণের অভিযোগ।

আগরতলা বাজারগুলিতে রাজ্যের কৃষকদের ক্ষেতের উৎপাদিত সবজির জোগানে প্রচণ্ড ঘাটতি থাকায় বাজারে শীতের মরশুম শুরুর এই প্রাক্কালে সবজির এত দুর্মূল্য বলেই বাজার সূত্রের সংবাদ। আগরতলাসহ রাজ্যের বাজারগুলিতে এখন আসাম ও মেঘালয়ের আমদানি করা সবজির উপর নির্ভর হয়ে পড়েছে। আসামের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন রেলে ও ট্রাক বোঝাই করে রাজ্যে সবজি আসছে। সবজি আসছে মেঘালয়ের শিলং থেকেও অনুরূপভাবে বোঝাই হয়েই। বহি:রাজ্য থেকে আসা সবজিই..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *