সব স্কুল-কলেজে বায়োটেক ক্লাব : যীষ্ণু
ত্রিপুরা , ২৩ সেপ্টেম্বর : রাজ্যের প্রতিটি স্কুল ও কলেজে বায়োটেক ক্লাব গড়ে তুলতে হবে। বায়ো টেকনোলজি দপ্তরকে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এতে ছাত্রছাত্রীরা নানা দিকে উপকৃত হবে। বুধবার কবি নজরুল মহাবিদ্যালয়ে বায়োটেক ক্লাবের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণুও দেববর্মণ।
শ্রী দেববর্মণ বলেন, দেববর্মণ বলেন, ইতিমধ্যে কিছু স্কুল ও কলেজে বায়োটেক ক্লাব চালু করা হয়েছে।
সবকটি স্কুল ও কলেজেই বায়োটেক ক্লাব চালু করতে দপ্তর আধিকারিকদের দ্রুততার সঙ্গে কাজ করতে হবে বলে প্রয়োজনীয় নির্দেশ দেন। বক্তব্য রাখতে গিয়ে শ্রী দেববর্মণ স্কুল ও কলেজে বায়োটেক ক্লাব চালু করার প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য, ত্রিপুরা সরকারের বায়োটেকনোলজি দপ্তরের অর্থানুকূল্যে বুধবার দুপুর বারোটায় সোনামুড়াস্থিত কবি নজরুল মহাবিদ্যালয়ের সেমিনার হলে ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ বায়োটেকনোলজি ক্লাবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি দপ্তরের অধিকর্তা অনিমেষ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ দাস, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন সাহজাহান মিঞা, মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. উদয় নারায়ণ অধিকারী প্রমুখ। মহাবিদ্যালয়ের এই বায়োটেক ক্লাব প্রাথমিকভাবে “Reju venation of Rudrasagar wet land through short term and long term management strategies” এই প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছে। এই প্রজেক্টটি বায়োটেকনোলজি দপ্তরের সিলেকশনে প্রথম স্থান পায় বলে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. মিহির পাল, সহযোগী অধ্যাপক জানান। দপ্তরের অধিকর্তা অনিমেষ দাস এই প্রজেক্টটি করার সময় কী কী সমস্যা আসতে পারে এবং কোন্ কোন্ দপ্তরের সহযোগিতা নেওয়া যেতে পারে সেই বিষয়ে আলোকপাত করেন।