Feature Newsfleshত্রিপুরারাজনীতি

সমবায় ছাড়া সমাজ অস্তিত্বহীন মুখ্যমন্ত্রী

ত্রিপুরা , ২৬ সেপ্টেম্বর : সমবায় ছাড়া সমাজ অস্তিত্বহীন। রাজ্যে অনেক বছর আগেই এই সমবায় সংস্থা হয়েছে। মানিক্য বংশের সময় থেকেই রাজ্যে সমবায় সমিতি নামে তা চলছিল। পণ্ডিত দীনদয়ালের সমাজের অন্তিম ব্যক্তির কাছে পরিষেবা পৌঁছানোর এই মার্গ দর্শনকে পাথেয় করে রাজ্য সরকারের সমবায় দপ্তর এবং দলের এই ইন্টেলেকচুয়াল সেলের যৌথ উদ্যোগে সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানো যাবে।

রবিবার ভারতীয় জনতা পার্টির কো অপারেটিভ সেলের উদ্যোগে আগরতলার মুক্তধারা অডিটরিয়ামে রাজ্য ভিত্তিক সমবায় সম্মেলনে যোগদান করে একথা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

ভারতীয় জনতা পার্টির কো অপারেটিভ সেলের উদ্যোগে আগরতলার মুক্ত ধারা অডিটরিয়ামে রাজ্য ভিত্তিক সমবায় সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রভারি ডাঃ মহেশ শর্মা, আসাম ও ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ফনিন্দ্রনাথ শর্মা প্রমুখ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন সমবায় ছাড়া সমাজ অস্তিত্বহীন। রাজ্যে অনেক বছর আগেই এই সমবায় সংস্থা হয়েছে। তিনি এদিন বলেন মানিক্য বংশের সময় থেকেই রাজ্যে সমবায় সমিতি নামে তা চলছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন পণ্ডিত দীনদয়ালও সমাজের অন্তিম ব্যক্তির কাছে পরিষেবা পৌঁছানোর কথা বলেছিলেন। উনার মার্গ দর্শনকে পাথেয় করে রাজ্য সরকারের সমবায় দপ্তর এবং দলের এই ইন্টেলেকচুয়াল সেলের যৌথ উদ্যোগে সমাজের অন্তিম ব্যাক্তির কাছে পৌঁছানো যাবে বলে এদিন উল্লেখ করেন তিনি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরিতে রাজ্য সরকার সব সময় তাদের পাশে রয়েছে বলেও এদিন বলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *