সমাপ্ত জি-২০ বিজ্ঞান সম্মেলন ফিরে গেলেন প্রতিনিধিরা
ত্রিপুরা, ৬ এপ্রিল : জি-২০ বিজ্ঞান সম্মেলন সাঙ্গ হলো, আগত প্রতিনিধিরাও ফিরে গেলেন। কী পেলো ত্রিপুরা ? কী দিয়ে গেলো জি-২০ বিজ্ঞান সম্মেলন? রাজ্যের কৃষ্টি সংস্কৃতি আর নৈসর্গেমুগ্ধ হলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা। আক্ষরিক অর্থে তারা জি-২০ বিজ্ঞান সম্মেলনের সরকারি প্রতিনিধি। তাদের আগমন থেকে অবস্থান আর ফিরে যাওয়ার মুহূর্ত অবধি নানা স্মৃতি জড়িয়ে ছিল। ত্রিপুরার উন্নয়নে এই জি-২০ বিজ্ঞান সম্মেলনের ভূমিকা রয়েছে, থাকবে। ভাবীকাল তার সুবিধা পাবে। রাজ্যের নীরমহল, সিপাহিজলা ও অক্সিজেন পার্ক পরিদর্শন করেন আগত প্রতিনিধিরা। গিয়েছিলেন মাতাবাড়িতেও। রাজ্যের ছবিমুড়া, ঊনকোটি, হেরিটেজ পার্ক, জম্পুই হিল সবের সাথেই পরিচিত হলেন তারা, তারসাথে একাত্ম হয়ে গেলেন এ সফরকালে।