Feature NewsfleshNewsভারত

সম্পত্তির সঙ্গে বাড়ছে উচ্চাকাঙ্ক্ষাও

ত্রিপুরা, ২২ নভেম্বর : রকেটের গতিতে বাড়ছে তাঁর সম্পত্তি। এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। এই পরিস্থিতিতে এবার দুবাই অথবা নিউ ইয়র্কে ফ্যামিলি অফিস খুলতে চলেছেন গৌতম আদানি। জানা গেছে, এই অফিসের মাধ্যমে আদানির পরিবার সারা বিশ্বে ব্যক্তিগত পুঁজি বিনিয়োগ করতে পারবে। আর সেই অফিস দেশের কোথাও না খুলে বিদেশেই খুলতে চাইছেন তিনি।

জানা যাচ্ছে, আদানি গ্রুপ ইতিমধ্যেই ফ্যামিলি অফিসের জন্য ম্যানেজার খোঁজা শুরু করেছে।

এই ধরনের কাজের বিশেষজ্ঞদেরই নিয়োগ করতে চাইছে সংস্থাটি। আদানির এহেন সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পরই পরিষ্কার, কীভাবে সম্পত্তি বাড়ার সঙ্গে সঙ্গে আদানির উচ্চাকাঙ্ক্ষাও বাড়ছে। ২০২২ সালের প্রথম থেকেই লাগাতার বেড়েছে আদানির সম্পত্তির পরিমাণ। ফেব্রুয়ারি মাসেই মুকেশ। আম্বানিকে টপকে ভারতের ধনীতম ব্যক্তি হয়ে ওঠেন গৌতম আদানি। আসলে এই উত্থান শুরু হয়ে গিয়েছিল অতিমারীর সময় থেকেই। করোনার সময়ে আদানির উত্থান ছিল অভাবনীয়। ২০২০ সালের এপ্রিলেই তাঁর সম্পদের পরিমাণ পৌঁছে যায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে। ২০২১ সালে আদানির সম্পদের পরিমাণ বেড়েছিল ২৬১ শতাংশ! দেশের ধনকুবেরদের তালিকায় তাঁর উত্থান আগের সমস্ত পরিসংখ্যানকে অনেক পিছনে ফেলে দিয়েছিল সেই সময়। তখন থেকেই..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *