Feature NewsNewsত্রিপুরারাজনীতি

সরকারি উদ্যোগে প্রথম ইংরেজী মাধ্যম কলেজ

ত্রিপুরা, ১৯ অক্টোবর : শিক্ষা হল সমাজের মেরুদণ্ড। শিক্ষা ছাড়া সমাজ এগোতে পারেনা। এই কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। মঙ্গলবার সকালে রাজধানীর কুঞ্জবনে বক্তব্য রাখছিলেন তিনি। এদিন তার হাত ধরেই নতুন পথ চলা শুরু হল শ্রী অরবিন্দ ইংরেজী মাধ্যম সরকারী ডিগ্রি কলেজের। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথও ।

স্বভাবতই শিক্ষার নতুন দিগন্ত খুলে যাওয়ায় যথেষ্টই আহ্লাদিত পড়ুয়ারা।

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল পড়ুয়াদের। উন্মুক্ত হল নতুন সরকারী ইংরেজী মাধ্যম ডিগ্রি কলেজের। তার নামাকরণ করা হয়েছে শ্রী অরবিন্দের নামে। এদিন এর ফলক উন্মোচনের মাধ্যমে নবীন পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হল কলেজের ফটক। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রীসাহা বলেন, আজ খুব আনন্দের দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *