Feature Newsfleshত্রিপুরারাজনীতি

সরকার ভুল করলে ধরিয়ে দিন সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী

ত্রিপুরা, ২ অক্টোবর : শারদীয়া উৎসব উপলক্ষে শনিবার সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা । সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা বেশ কয়েকটি দিকের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন রাজ্য সরকার যে শ্লোগান নিয়েছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশা মুক্ত ত্রিপুরা, এই দুটো হল একটা আরেকটার পরিপূরক। বর্তমানে এই সন্ধিক্ষনে দুটোই প্রয়োজন। তিনি বলেন এই সরকার মানুষের সাথে থাকতে চায়, মানুষের সমস্যা নিরসনে থাকতে চায় ।

১০০ শতাংশ সম্পৃক্ত হবে তা বলা হয়ত ঠিক হবে না তবে চেষ্টা আছে এবং তা থাকলেই যথেষ্ট বলে মনে করেন তিনি।

এবার না হলেও পরের বার হবে। রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা জানিয়ে রাজ্যে এই সময় কোন জায়গায় যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে এর প্রতি যাতে তীক্ষ্ণ নজর রাখা হয় বলেও রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, রাজ্য সরকার উন্নয়ন মূলক কাজ করে চলেছে তবে রাজনীতি আরেক জায়গায়। গুড গভরনেন্স এর বিষয়ে এদিন তিনি জানান রাজ্য সরকার চাইছে মিশন মুডে ১০০ শতাংশ সম্পৃক্ত বিন্দুতে রাজ্য সরকারের কাজগুলো যাতে সম্পূর্ণ করা যায়। সংবাদ মাধ্যম ছাড়া রাজ্য সরকার কোন দিন কিছু ভাবতে পারে না। সাংবাদিকদের অনেক লোক হয়রানি করে মাঝে মাঝে এমন খবরও সামনে আসে। সে বিষয়গুলো যখন উনার কাছে আসে সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করা হয়। তিনি সাংবাদিকদের অভয় দিয়ে বলেন রাজ্যে বিগত সরকারের সময় দুই দুইজন সাংবাদিক হত্যার ঘটনা স্মরণ করে এখন ও বর্তমান সরকারের সময় বিভিন্ন জায়গায় সাংবাদিক লাঞ্ছনার চিত্র যে সামনে আসে সে দিকটি তুলে ধরে সাফ জানান কোনটাই ঠিক নয়। সংবাদ মাধ্যম যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সে দিকটিও সামনে আনেন তিনি। তিনি এদিন সংবাদ মাধ্যমের..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *