সরস্বতীর প্রতিমা তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পীরা
ত্রিপুরা, ১৯ জানুয়ারি : আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন শ্রী পঞ্চমী তিথিতে বাগ দেবীর আরাধনায় মেতে উঠবেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে জ্ঞান পিপাসুরা৷ বাগদেবী সরস্বতীর প্রতিমা তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পীরা ৷ চলতি মাসের ২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনে শ্রী পঞ্চমী তিথিতে কোমলমতি ছাত্র-ছাত্রীরা বাগদেবী পুজোর আরাধনায় মেতে উঠবে রাজ্যজুড়ে৷ বাগদেবীর পুজোকে সামনে রেখে মূর্তি পাড়ার মৃৎ শিল্পীরা বাগদেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত৷ মূর্তি পাড়ায় গিয়ে মৃৎশিল্পীদের প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকার দৃশ্য প্রত্যক্ষ করা গেল৷ যদিও হাতে আরো বেশ কয়েকটি দিন বাকি আছে বাগদেবীর পুজোর ৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও প্রতিমার মূল্য অন্যান্য বছরের মত থাকবে৷ যদিও প্রতিমা তৈরির মাটি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে৷ তবে এই প্রতিমা তৈরিতে এবার বাড়ির গৃহিনীরাও হাত লাগায়৷ ৷