সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার
ত্রিপুরা, ১৩ নভেম্বর : তিপ্রামথার জনসভায় সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেছে কর্মী-সমর্থকরা। এক চিত্র সাংবাদিককে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বের করে দেওয়া হয়। সাংবাদিকদের বসার ব্যবস্থা করেনি।
উল্টো তাদের জন্যে নির্ধারিত স্থান দখল করে রাখা হয় বলে অভিযোগ করেছেন একাংশ সাংবাদিক।
স্বামী বিবেকানন্দ ময়দানে বিভিন্ন রাজনৈতিক দল জনসমাবেশের আয়োজন করে। ভোটের মুখে স্বামী বিবেকানন্দ ময়দানকে বেছে নেয় রাজনৈতিক দলগুলো। নিজেদের শক্তি জানান দিতেই স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশের আয়োজন করা হয়। কিন্তু এই ধরনের তিক্ত অভিজ্ঞতার মুখে কখনো সাংবাদিকদের পড়তে হয়নি। বেশ কয়েকজন সাংবাদিকদের সাথে মথার কর্মীরা দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ।