Feature Newsfleshঅন্যান্যত্রিপুরা

সাংবাদিকের ল্যাপটপ টাকা, দোকানির পণ্য নিয়ে গেল চোরের দল

ত্রিপুরা, ৭ অক্টোবর : কী সুশাসন চলছে রাজ্যে ! সাংবাদিকের বাড়িতে হানা দিয়ে ল্যাপটপ, টাকা পয়সা, কাপড়চোপড় নিয়ে যায় চোরের দল। রাজধানী আগরতলার কর্ণেল চৌমুহনি এলাকা থেকে। এদিকে বক্সনগরে থানার নাকের ডগা থেকে এক রাতে পরপর একাধিক দোকানে নিশিকুটুম্বরা হানা দেয়। নিয়ে যায় কয়েক লক্ষ টাকার মালামাল। আগরতলায় বৃষ্টির জন্য প্রথম তিনদিন মানুষ উৎসবের রাতে খুব একটা ঘর থেকে বের হতে পারেননি।

দশমীর রাতে বৃষ্টি না থাকায় সাংবাদিক অপূর্ব দে সপরিবারে বের হয়েছিলেন উৎসবের আনন্দ নিতে।

একঘণ্টা পর ঘরে এসে দেখেন,তার ঘর থেকে দুটি ল্যাপটপ, নগদ ২০ হাজার টাকা, কাপড়চোপড় নিয়ে যায়। এরমধ্যে একটি ল্যাপটপ অন্য আরেকজনের কাছ চেয়ে এনেছিলেন। শাশুড়ির শ্রাদ্ধ উপলক্ষ্যে টাকা জোগাড় করছিলেন। এগুলোও শেষ। পুলিশ তাদের কর্নেল চৌমুহনি এলাকার ভাড়া বাড়িতে গিয়ে ঘুরে আসে। কিন্তু ল্যাপটপসহ চুরি যাওয়া টাকা অন্যান্য সামগ্রী উদ্ধারের খবর নেই । ষষ্ঠীর রাতে বক্সনগর চৌমুহনি এলাকায় পরপর তিনটি দোকানে হানা দিয়ে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় নিশিকুটুম্বের দল। শনিবার রাতে বক্সনগর চৌমুহনি এলাকার আবদুল মোতালেবের টাইলস এর দোকান, অপু দেবনাথের মেকানিকের দোকান ও নান্টু সাহার ফলের দোকানে হানা দেয় চোরের দল। হানা দিয়ে আবদুল মোতালেবের দোকান থেকে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামালসহ নগদ কিছু অর্থ এবং অপু দেবনাথের দোকান থেকে কিছু সরঞ্জাম, নগদ ছয় হাজার টাকা এবং নান্টু সাহার ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে পালিয়ে যায় চোরের দল। বক্সনগরে সম্প্রতি এক-দু মাসের মধ্যে বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু সেই সমস্ত চুরির ঘটনার একটিরও আজ পর্যন্ত কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি কলমচৌড়া থানার পুলিশ।

সূত্র : ডেইলি দেশের কথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *