Feature NewsNewsএই মুহূর্তেত্রিপুরা

সাংসদ হলেন বিপ্লব দেব

ত্রিপুরা , ২৩ সেপ্টেম্বর : রাজ্যসভার একমাত্র আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব জয়লাভ করেছেন। তিনি সিপিআই (এম) দলের প্রার্থী ভানুলাল সাহাকে ২৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনে ভোটগ্রহণ বিধানসভার লবিতে অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা-সহ মন্ত্রিসভার সদস্য-সদস্যাগণ বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা-সহ মোট ৫৮ জন বিধায়ক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই ৫৮টি ভোটের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব পেয়েছেন ৪৩টি ভোট এবং সিপিআই (এম) প্রার্থী ভানুলাল সাহা পেয়েছেন ১৫টি ভোট।

সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ২০১৮ সালের পর থেকে রাজ্যের মানুষ অনুভব করছে উন্নয়ন কি জিনিস।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করার সুযোগ হয়েছে। সেই কাজের মূল্যায়ন রাজ্যের মানুষ করবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে দায়িত্ব দেয়া হবে সেটাই পালন করব। পাশাপাশি সাংসদ হিসেবে ত্রিপুরার উন্নয়নে যা করার দরকার সেটাই করব আগামী দিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *