সিএনজি’র মূল্য হ্রাসের দাবিতে গণ ডেপুটেশন
ত্রিপুরা, ২১ অক্টোবর : সিএনজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে এবার সদরের মহকুমাশাসকের দ্বারস্থ হল অল ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস। বৃহস্পতিবার সংগঠনের প্রদেশ চেয়ারম্যান শান্তনু পালের নেতৃত্বে এক প্রতিনিধিদল সদরের মহকুমাশাসকের সাথে দেখা করে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। তাদের একটাই দামি সাম্প্রতিককালে সিএনজির দাম যেভাবে একলাখে অনেকটা বাড়ানো হয়েছে, সেই বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে।
বিষয়টি নিয়ে এর আগেও সিএনজি কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করে সংগঠন।
কিন্তু এখনো পর্যন্ত দাবি পূরণে কোন ধরনের পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। তাই এবার সদরের মহকুমা শাসকের দ্বারস্থ হলেন তারা। সংগঠনের প্রদেশ চেয়ারম্যান শ্রীপাল জানান, যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত চলবে তাদের আন্দোলন কর্মসূচি। প্রয়োজনে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সংগঠন।