সিএনজি, পিএনজির মূল্যবৃদ্ধি, তৃণমূলের চাক্কা জ্যাম
ত্রিপুরা, ১৮ অক্টোবর : সিএনজি, পিএনজি, এলপিজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও মূল্য কমানোর দাবিতে প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামছে। মঙ্গলবার আগরতলাসহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় চাক্কা জ্যাম ও পথ অবরোধ করবে যুব তৃণমূল। বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টার পথ অবরোধ ও চাক্কা জ্যাম আন্দোলন করবে যুব তৃণমূল।
রবিবার বিকালে চিত্তরঞ্জন রোডস্থিত প্রদেশ তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আরও বলেন, দুর্গাপুজোর আনন্দ উৎসবের সময় মানুষ পুজোর উপহার দেন।
কিন্তু ত্রিপুরা রাজ্য তার ব্যতিক্রম। দুর্গাপুজোর প্রথম দিনই এই ভরা আনন্দের মধ্যে আচমকা গাড়ির জ্বালানি সিএনজি এবং পিএনজির (পাইপলাইন রান্নার গ্যাস) মূল্য লাগামছাড়া বৃদ্ধি করা হয়েছে। বিজেপি সরকারের রাজত্বে মূল্যবৃদ্ধির জাঁতাকলে পড়ে এমনিতেই মানুষের অবস্থা শোচনীয়। শ্রীমতী দেবের অভিযোগ লাগামছাড়া সিএনজি..