সিঙ্গেল ডিজিটে নামবে বিজেপি মিট দ্য প্রেসে জীতেন্দ্র চৌধুরী
ত্রিপুরা, ১৫ ফেব্রুয়ারি : ত্রিপুরা বিধানসভার এই নির্বাচনে সমঝোতার জয়ের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বি জে পি সিঙ্গেল ডিজিট পাবে। বাকি আসনগুলো বাম, কংগ্রেস এবং মধ্য পাবে। আই পি এফ টি মুছে যাবে। ভোটে সরব প্রচারের শেষ দিনে এসে অত্যন্ত দৃঢ়তার সাথে সি পি আই (এম) রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেছেন, ত্রিপুরার এই নির্বাচন এবং এই সমঝোতা আগামীতে দেশের রাজনীতিতে অত্যন্ত ইচিবাচক সুদুরপ্রসারী বার্তা দিতে যাচ্ছে। সেজন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বিগ্ন। স্বরাষ্ট্রমন্ত্রীকে সারা দেশ ফেলে রাত জাগতে হয়েছে। ঘুমোতে পারেননি। কাকে কাকে ডেকেছেন। প্রধানমন্ত্রীকে দুই দিনের মাথায় চলে আসতে হয়েছে। আসন সমঝোতা থেকে হিংসামুক্ত ভোট, কমিশনের পদক্ষেপ, ঘটনাপ্রবাহের অগ্রগতি, সম্ভাব্য ফলাফল ইত্যাদি ও তাকে ঘিরে বিভিন্ন ঘটনাবলি নিয়ে সংবাদমাধ্যমের তোলা সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন জীতেন্দ্র চৌধুরী। বাম ও কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কয়েক দশকের নির্বাচনের ইতিহাসে এবারের নির্বাচন অভূতপূর্ব। রাজনৈতিক দলগুলোর চাইতে জনগণই এই নির্বাচনের এজেন্ডা ঠিক করেছে। ত্রিপুরায় এই নির্বাচনের গতিপ্রকৃতি তারাই ঠিক করছেন। ত্রিপুরায় এবারের মূল ইস্যু গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন ফেরাতে হবে। মানুষ চাইছেন সবাই একত্রিত হয়ে বিজেপিকে হটাক। তাদের ইচ্ছার সঠিক প্রতিফলনের