সুদীপ-বীরজিতের দিল্লি অবস্থান নিয়ে রাজ্য কংগ্রেসে নানা জল্পনা
ত্রিপুরা, ৩১ অক্টোবর : এই মুহূর্তে রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবির নিজেদের পায়ের তলার মাটি ফিরে পেতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিজেপির বিপ্লব জমানায় রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম ততটা মাথাচাড়া দিয়ে উঠতে না পারলেও, যেইমাত্র পদ্মশিবির ছেড়ে পুনরায় সুদীপ রায় বর্মণ এবং আশিস সাহারা কংগ্রেসে যোগ দিয়েছেন তখন থেকেই যেনো একটা আলাদা মনোবল অর্জন করে নেয় প্রধান বিরোধী দল সিপিএম। সর্বোপরি সৎ এবং স্বজ্জন বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থাপনায় পুরো আস্থা রেখে সব রাজনৈতিক দলগুলির গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোধরনের অবাঞ্ছিত করছেন না এর ফলেও কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস যে যার মতো করে রাজনৈতিক কর্মসূচিগুলি..