সুদীপ যোগ দিচ্ছেন বিজেপিতে? বেসরকারি চ্যানেলের খবরে প্রতিবাদহীন সুদীপ, নিশ্চুপ কংগ্রেস
ত্রিপুরা, ৫ ডিসেম্বর : বিজেপিতে যোগ দিচ্ছেন। সুদীপ রায় বর্মণ। রাজ্যের একটি বেসরকারি ক্যাবল চ্যানেলে এই ধরনের সংবাদ ব্রেকিং নিউজের আকারে প্রকাশিত হওয়ার পর দিনভর জোর জল্পনা কল্পনা রাজ্য রাজনৈতিক মহলে।
বেসরকারি চ্যানেলে খবরটি প্রকাশিত হতেই সোস্যাল মিডিয়ায় এই নিয়ে তোলপাড়।
অথচ দিনভর যখন একদিকে বেসরকারি ক্যাবল চ্যানেলে এবং অন্যদিকে সোস্যাল মিডিয়ায় এই সংক্রান্ত খবর নিয়ে তুমুল ঝড় উঠলেও তা প্রত্যাখান করে কংগ্রেস দলের তরফ থেকে যেমন কোনো ধরনের বিবৃতি প্রকাশ করা হয়নি। তেমনিভাবে সুদীপ রায় বর্মণ নিজেও এই ইস্যুতে সংবাদ লেখা পর্যন্ত মুখ খুলেনি। ফলে স্বভাবতই মানুষ কিন্তু ধরে নিয়েছে বেসরকারি চ্যানেলের সংবাদটি সত্য। যদিও সুদীপ অনুগত কিংবা কংগ্রেস কর্মী সমর্থকরা এই ধরনের সংবাদের প্রতিবাদ জানিয়ে ওই বেসরকারি ক্যাবল চ্যানেলের মুণ্ডুপাত করে চলেছেন। তারা তীর্যক বাক্যবাণে বিদ্ধ করে চলেছে ওই চ্যানেল কর্তৃপক্ষকেও। কেউ কেউ..