Feature Newsfleshঅন্যান্যবিশ্ব

সুপ্রিম কোর্ট কেন্দ্রকে জানাতে বলল আয়ুর্বেদ হোমিওপ্যাথিতে সার্জারি সম্ভব কিনা

ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : ২০২০ সালে কেন্দ্রীয় সরকার বিকল্প চিকিৎসা পদ্ধতিতে ৫৮ ধরনের সার্জারির অনুমতি দিয়েছে। বিকল্প চিকিৎসার মধ্যে পড়েআয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধা, নাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি। দু’বছর ধরে বিতর্ক চলছিল। অবশেষে মামলা হলো সুপ্রিম কোর্টে। মামলাকারীর প্রশ্ন, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি চিকিৎসায় কি সার্জারি করা সম্ভব কিনা। এই প্রশ্ন গ্রহণ করে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছে।

বিচারপতি হিমাংশু গুপ্তা ও শুধাংশু ধুলিয়ার বেঞ্চের কাছে মামলাকারীর তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ সংবিধানের মূল ভাবনা অর্থাৎ বাঁচার অধিকারের পরিপন্থী।

মডার্ন মেডিসিন রোগীকে জীবন রক্ষার যে নিশ্চয়তা দেয়, বিকল্প চিকিৎসায় তা সম্ভব নয়। অথচ চিকিৎসা শাস্ত্রের মূল উদ্দেশ্য, মানুষের জীবন রক্ষা। কেন্দ্রীয় সরকার বিকল্প চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের অ্যালোপ্যথি ঔষধ দেওয়ার অধিকার দিয়েছে। এই বিষয়েও গুরুতর আপত্তি তুলেছেন মামলাকারী। দুই বিচারপতির বেঞ্চ বলে, প্রশ্নগুলি মৌলিক। নাগরিকদের জীবন রক্ষার প্রশ্নকে সামনে রেখে এগুলির সদুত্তর পাওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *