সু চিকে আরও তিন বছরের কারাদণ্ড
ত্রিপুরা, ১ অক্টোবর : মায়ানমারের ক্ষমতাচ্যূত নেত্রী অং সান সুচিকে বৃহস্পতিবার দেশের সরকারী গোপনীয়তা আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছে এক গোপন সামরিক আদালত। যা গত বছর অভ্যুথানে তাকে পদ থেকে অপসারণের পর জুন্টার আনীত অভিযোগের দোষী সাব্যস্ততার সর্বশেষ ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সুচির সঙ্গে তার অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলকেও দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2021 অভ্যুত্থানের পাঁচদিন পরে অস্ট্রেলিয়ার সালের ফেব্রুয়ারীতে..