Feature Newsfleshএই মুহূর্তেবিশ্ব

সূর্য হেসে উঠল NASA-র টেলিস্কোপে ধরা পড়ল মহাজাগতিক বিস্ময়

ত্রিপুরা, ২ নভেম্বর : শৈশবে আমরা কীভাবে সূর্য আঁকতাম? এই প্রশ্নের উত্তর মোটামুটি আমাদের সকলেরই এক হবে। একটা সহজ বৃত্ত, আনন্দ এবং একটি হাস্যোজ্জ্বল মুখ এটিই ছিল আমাদের জন্য সূর্য। আর এখন মনে হচ্ছে আমাদের শৈশবের শিল্প আসলে সত্যিই ছিল! সূর্য আসলেই হাসে। না, আমরা এটা বলছি না।

সূর্যের ‘হাসি মুখের’ ছবিটি (Smiling Pic Of Sun ) নাসার (NASA) টেলিস্কোপে (Telescope) ধরা পড়েছে।

NASA Sun, Space & Scream এর অফিসিয়াল টুইটার প্রোফাইল সোলার ডায়নামিক্স অবজারভেটরি (Solar Dynamics Observatory)-র তোলা ছবি শেয়ার করেছে এবং এটি মাইক্রো-ব্লগিং সাইটে দ্রুত ভাইরাল হয়ে যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “আজ, নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরি সূর্যের “হাসি” ধরেছে। অতিবেগুনি রশ্মিতে দেখা যায়, সূর্যের এই অন্ধকার ছোপগুলিকে করোনাল হোল বলা হয় এবং এটি এমন অঞ্চল যেখানে দ্রুত সৌর বায়ু মহাকাশে প্রবাহিত হয়।” ২৬ অক্টোবর তোলা ছবিটি নিয়ে হাসি মশকরায় মেতেছেন নেটিজেনরা। যে যার মতো করে সূর্যকে কল্পনা করে ছবি পোস্ট করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *