সেপ্টেম্বরে রপ্তানি ৪.৮ শতাংশ বেড়েছে
ত্রিপুরা, ২১ অক্টোবর : ভারতীয় দ্রব্যের রপ্তানি সেপ্টেম্বর মাসে ৪.৮ শতাংশ বেড়ে ৩৫.৪৫ বিলিয়ন ডলার হয়েছে যেখানে পূর্ববর্তী হিসাবে রপ্তানির ৩.৫ শতাংশ সঙ্কোচন ঘটেছে বলে উল্লেখ করা হয়েছিল। গত শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক থেকে এই হিসাব জানানো হয়েছে।
তবে বিগত মাস ধরে ধারাবাহিকভাবে আমদানি ৬০ বিলিয়ন ডলারের উপরে থিতু হয়ে আছে।
সেপ্টেম্বর মাসে আমদানি ৮.৬৬ শতাংশ বেড়ে ৬১.১৬ বিলিয়নে পৌঁছেছে। আর আমদানি রপ্তানিকে ছাপিয়ে যাওয়ার জন্য বাণিজ্য ঘাটতি আগের বছরের সেপ্টেম্বর মাসের ১৪.৪ শতাংশ বেড়ে ২৮.৬৮ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। এবছরের আগষ্ট মাসের এটি হলো দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য ঘাটতি। আলোচ্য মাসে কয়লার আমদানি ৬০.৮ শতাংশ বেড়েছে। রাসায়নিক সার ও ইস্পাতের আমদানি বেড়েছে ৪৮.৩ শতাংশ ও ৩৯ শতাংশ। এ সময় সোনা ও পেট্রোলিয়ামের আমদানি কমেছে।